শুক্রবার, ০৪ এপ্রিল, ২০২৫  |   ৩০ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৫ মে ২০২৪, ০০:০০

মানিক দাসের একগুচ্ছ কবিতা

অনলাইন ডেস্ক
মানিক দাসের একগুচ্ছ কবিতা

স্বপ্ন

একটা স্বপ্ন যদি বাস্তব হতো

তাহলে স্বপ্নগুলো

নিয়ে সবাই বেঁচে

থাকতো মৃত্যু পর্যন্ত।

কিছু কিছু স্বপ্ন

মানুষকে শুধুই

কষ্ট দেয়, যে কষ্ট

দুঃখ হয়ে মৃত্যুর পথে নিয়ে যায়।

এমনও কিছু স্বপ্ন আছে

যেমন প্রেয়সী ঘর বাঁধার

স্বপ্ন দেখিয়ে স্বপ্ন ভেঙ্গে

আজ সে অন্যের ঘরনী।

এমন স্বপ্ন তো

দিনের পর দিন

দুঃখ আর কষ্ট

বাড়িয়ে দেয়।

*

মন চাই

আমি এমন একটা মন চাই

যে মন অন্য একটা মনকে

ভালবাসবে, ভালবাসবে হৃদয়কে

এমন মন কোথায় পাব?

আমি এমন একটা মন চাই

যে মন হৃদয় ভাঙ্গবে না

সে হবে হৃদয় মন্দিরের

এক মাত্র পূজারী।

আমি সেই ধরনের মন চাই

যে মনের মধ্যে

থাকবে না কোনো মান অভিমান

থাকবে শুধু ভালবাসা-বাসি।

তুমি কি দিবে তোমার মন

আমার মনের সাথে মিতালি করতে

তুমি বাসবে ভাল

আমি ও তোমাকে।

*

আধুনিক কবি

আমি কোনো কবি নই

আমার মধ্যে কোনো ভাব নেই

কেননা কবি আর সাহিত্যিকদের

মাঝে অনেক ভাব থাক।

আমি হতে চাই

আধুনিক এক কবি

ভাবনাহীন ছন্দহীন

কবিতা লিখত চাই।

আমি কোনো কবি নই

আমার মধ্যে কোনো ভাব নেই

কবিতা লিখতে ভাব লাগে

পূর্ণিমা রাত জাগতে হয়।

অমাবশ্যার আঁধার রাতে

জোনাকি পোকার ঝিঁঝিঁ ডাক

উঠানে কুপি জ্বেলে মাদুর বিছানো

ছন্দের অগুছালো মিলনে কবিতা লিখা।

আমি কোনো কবি নই

আমার মধ্যে কোনো ভাব নেই

তবু আমি হতে চাই

আধুনিক এক কবি।

*

পড়ন্ত বিকেল

পড়ন্ত বিকেল গড়িয়ে

সূর্য যাচ্ছে পাটে

দিনের ক্লান্তিময়

রক্তিম আভা ছরিয়ে দিয়েছে।

সকাল হতে না হতেই

আলোর আলোকতা

ছরিয়ে দিয়েছে বিধাতার সৃষ্টি

হাজার মাইল উপরের সূর্য।

নদীতে বইছে প্রবল

স্রােতধারা যাবে কোথায়

নদী নিজেও জানে না

তার শেষ গন্তব্য কোথায়।

*

ঊনিশ বছর

ঊনিশ বছর পেরিয়ে গেল

সেই যে হারিয়ে গেলে

তোমায় খুঁজে খুঁজে

আজ আমি ক্লান্ত।

আজ থেকে ঊনিশ বছর আগে

দু হাজার তিন সাল

মেঘলা ভালবেসে

আকাশকে পত্র লিখে ছিল।

দু হাজার তিন সালের

ছয় এপ্রিল দিনে

বলেছিল মেহেরশ্বরি মন্দিরে

পনের এপ্রিল দেখা করতে।

পাখিরা যেম পুরানো পালক পাল্টে

আকাশকে নিয়ে নতুন স্বপ্ন দেখে

সেই স্বপ্ন ভেঙ্গে তুমি

হারিয়ে গেলে কোথায় তুমি।

ঊনিশ বছর আগে লেখা

সেই চিঠি আজো বুকে ধরে

আকাশ বেঁচে আছে হারানো

মেঘলার স্মৃতিগুলো আগলে ধরে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়