প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
আলোর মিছিল
রবিউল হাসান

আলোর মিছিলে,
আমি এক অন্ধকার কীট
সুখের সাড়িতে
আমি দাঁড়িয়ে দুঃখের হাড়ি
জীবনের অগ্রযাত্রায়
পিছুটানে বারবার আমায়
গতির রাজপথে
আমি এক পথচারী হয়ে
চলছে জীবন গাড়ি
দিচ্ছে আমায় ফাঁকি
লয় হারিয়ে এলোমেলো হাওয়ায়
আমি এক অভিশপ্ত লোক
কোথায় গেলে পাবো সুখ
পাইনি খুঁজে সুখের নীড়
আজ আমি হলাম হৃদয়হীন।