প্রকাশ : ১৮ মে ২০২৪, ০০:০০
ধন্য আমি ধন্য
শহিদুল ইসলাম খোকন

ধন্য আমি ধন্য
আঠারো হাজার জীবের মধ্যে
শ্রেষ্ঠ হওয়ার জন্য।
ধন্য আমি ধন্য
হাজার হাজার ধর্মের মধ্যে
মুসলিম হওয়ার জন্য।
ধন্য আমি ধন্য
এক লাখ চব্বিশ হাজার নবীর মধ্যে
আখেরি নবীর উম্মত হওয়ার জন্য।
ধন্য আমি ধন্য
সৃষ্টিকর্তার বানী পেলাম
আল কোরআনর জন্য।
ধন্য আমি ধন্য
দিনে রাতে সর্বক্ষণে
সুস্থ্য থাকার জন্য।
রাসুলুল্লাহর হাদিস আর
সৃষ্টিকর্তার বাণী
পাপি আর হবো না কভু
আমরা যদি মানি।
ধন্য আমি ধন্য
পরপারে থাকবো ভালো
সেই কারণের জন্য।