প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
বিজন বেপারীর কবিতা
অনলাইন ডেস্ক

বৃষ্টি নামের মিষ্টি মেয়ে
আকাশ ফেটে ঝর্ণা হয়ে
ঝমঝমিয়ে পড়
ছেলে বুড়ো আনন্দেতে
থাকবে না আর ঘর।
খোলাকাশে যে হকারে
বিক্রি করে মাল
সেই গরিবও চায় যে তোরে
চায় না করুণ হাল।
মেঘবালিকা অন্ধকারে
মুখ ভারি তুই কর
অবশেষে কান্নাকাটি
বৃষ্টি হয়ে ঝর।
বৃষ্টি ওগো মিষ্টি রাণী
তুই যে সবার চাওয়া
গাছ-গাছালি জনপ্রাণী
তুই যে পরম পাওয়া।