প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
আমার কল্পনায়

কোনো এক সন্ধ্যায়,
তুমি এলে আমার আকাশে,
শত তাঁরার ভিড়ে এক টুকরো চাঁদ হয়ে।
কোনো এক গোধূলি বিকেলে,
দখিনা হাওয়ায় গল্প শুনিয়ে,
রয়ে গেলে আমার হৃদয় ছবির ক্যানভাসে।
কোনো এক রাতে চাঁদের আলোয়,
নদী স্রোত আর বাতাসের শান শান শব্দে
তোমাকে পেয়েছি আমার সাথে গল্পের আসরে।
কোনো এক সন্ধ্যায়,
তুমি এলে আমার আকাশে,
এক টুকরো আবেগ নিয়ে আমার কল্পনা হয়ে।
কোনো এক মেঘলা দুপুরে বৃষ্টির ঝিরিঝিরি শব্দে,
চা'য়ের কাপ আর তোমাকে পেয়েছি সাথে।
তুমি তো সেই আবেগ নিয়ে,
এসেছো আমার কল্পনা হয়ে।