প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
মুখোশধারী
অনলাইন ডেস্ক

মুখোশধারীরা বহুরুপী
বোঝাই বেজায় দায়,
ওদের মতো খারাপ লোক
পৃথিবীতে আর নাই।
মুখোশের ঐ অন্তরালে
ওদের আসল রুপ,
ভালো সেজে সবার সাথে
থাকে সদা নিশ্চুপ।
ওদের থেকে দূরে থাকাই
বুদ্ধিমানের কাজ,
সুযোগ বুঝে করবে ক্ষতি
নেইকো ওদের লাজ।