প্রকাশ : ১২ মে ২০২৪, ০০:০০
বৈশাখের ক্যানভাস

মাঠভরা সবুজ আচ্ছাদিত ইরি ধানের ক্ষেত
জলশূন্য তটিনীর গতিহীন শুষ্কতার সংকেত।
নিথর নির্জীব বৃক্ষের মলিন কর্মহীন অবসর
তৃষ্ণায় ফাটে বুকের ছাতি ঘাম ঝরে দরদর।
তরু পল্লবে দোল খায় কিশোর আমণ্ডকাঁঠাল
মধ্যাহ্নে অসহ্য গরমে পরিশ্রান্ত গরুর পাল।
পুষ্করিণীর জলে সাঁতরায় দুষ্ট কিশোরের দল
মেঘমুক্ত আকাশে রাক্ষুসে সূর্য করে ঝলমল।
তারা ভরা রোশনাই আকাশে জেগে থাকে চাঁদ
নির্ঘুম রাতগুলো বিরক্তিকর এক মৃত্যুর ফাঁদ।
কালোমেঘে আকাশ ছেঁয়ে আসে বৈশাখী ঝড়
ক্ষতি করে ফসলের তছনছ হয় কাঁচা বাড়িঘর।