প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০
জরাজীর্ণ জীবন
মোঃ আকাশ হোসেন

এই বিমর্ষ বিষণ্ণ জীবনে...
আমার চোখের পাপড়িগুলো জরাজীর্ণ।
এই যাবৎকালে আমার স্বপ্নগুলো;
কেনো জানি আমার প্রতি অপারাগ!
আমার বিভোর দুঃখগুলো
এখন, ক্ষুদ্র হতে বিস্তৃত মাঠ।
আমার সাজানো ফুলের বাগান
এখন, মৃত লাশের গোরস্থান।
যেখানে আমি স্বর্গ দেখেছি
আজ সেখানটা নরকে আবৃত।
‘এতদিন যারা ছিল আমার পরম সঙ্গী,
তারা কেনো আজ আমার পথের কাঁটা।’
আমার শরীরটা জীবিত বটে-
কিন্তু আত্মাটা মৃতপ্রায়।