বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

আকিব শিকদারের কবিতা

এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে

অনলাইন ডেস্ক
আকিব শিকদারের কবিতা

এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে

মেয়েটা হয়তো বলছিল কথা তার প্রেমিকের সাথে

খড়ের গাদায় হেলান দিয়ে বসে, নির্জন তটে

মুখে তার সূর্যের আভা, ঠোঁটে তার হালকা হাসির ভাঁজ

জিহ্বাতে টক খাওয়া টংকার, সাথে চুমুর আওয়াজ

টক খেতে খেতে চুমু বিনিময় মজারই বটে।

আমার চোখে চোখ পড়তেই পালিয়ে গেল সে লজ্জাতে

এক হাতে কাঁচা আম, মুঠোফোন অন্য হাতে।

***

ঢাক বাদকের ঢাক

ঢাক বাদক!

বাজাও তোমার ঢাক-

বটতলাতে এসেছে বৈশাখ।

তোমার ঢাকের সপ্তমধুর তাল

আনুক ডেকে নতুন দিনের শুরু

পুরনো সব জীর্ণতা আর আবর্জনার পাল

এক নিমেষেই হোক না উরুউরু।

ঢাক বাদক!

রাখো হাতে কাজ-

ঢাক বাজানোর সময় এলো আজ।

ভাবুক সবাই কালবোশেখির কাল

বজ্র বুঝি ডাকছে গুরুগুরু

ঘুমিয়ে যারা রইল চিরকাল

হৃদয় তাদের কাঁপুক থরোথরো।

ঢাক বাদক!

দুঃখের নিপাত যাক-

সুখ সমুদ্রে জোয়ার তুলুক ঢাক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়