শনিবার, ১২ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৪, ০০:০০

সৃষ্টির স্রষ্টা

মোহাম্মদ শামছুল আলম সূর্য
সৃষ্টির স্রষ্টা

১.

সৃষ্টির স্রষ্টা যিনি মহান আল্লাহ্ তা’আলা

সকল কিছুর মালিক তিনি পরম মহিমা।

সৃষ্টি করেছেন মহাবিশ্ব চন্দ্র ও সূর্য

কোন কিছুরই নাই ক্রটি সৃষ্টি তার সূক্ষ্ম।

সৃষ্টি করেছেন আরশ-কুরসি আকাশ-পাতাল

ইহ-পরকাল

এসব কিছুর আবাদে সৃষ্টি ফেরেস্তা জ্বীন

ইনসান।

সৃষ্টি করেছেন পাহাড়-পর্বত বন-জঙ্গল সাগর-মোহনা

পরম করুণাময়ের অপার দয়ার নেই তুলনা।

সৃষ্টি করেছেন জীব-জন্তু কীটপতঙ্গ গাছ-গাছালি

সুন্দর করে সাজানোর তরে ধরণীর আকৃতি।

সৃষ্টি করে এ-মহাবিশ্ব সাজিয়েছেন যিনি

নিজ ইচ্ছায় একদিন সবকিছু ধ্বংসও করবেন তিনি।

সৃষ্টি করেছেন অসংখ্য গ্রহ-নক্ষত্র শনি-বৃহস্পতি

সমগ্র সৃষ্টির মালিক তিনি একাই অধিপতি।

২.

সৃষ্টি করেছেন বায়ুমণ্ডল বাতাস

পানি মাটি সৃষ্টি পৃথিবী

ইবাদতের জন্য সৃষ্টি করেছেন

সুন্দর মানবজাতি।

সৃষ্টি করেছেন পরম যত্নে মনুষ্যকুল

সুন্দরতম বসুন্ধরা সাজাতে বানিয়েছেন ফুল।

সৃষ্টি করে এ-জাতিকে দিয়েছেন বুদ্ধি-জ্ঞান

যার মাধ্যমে ভালো-মন্দ সবই যেন বুঝেন।

সৃষ্টি জগৎ পূর্বে ছিলো জ্বীন আর অন্ধকার

ধ্বংসিত জ্বীন সৃষ্টি মানুষ দূর করতে আঁধার।

সৃষ্টি জ্বীন ইবাদতে ফেরেস্তায় শামিল নাফরমানিতে ইবলিশ

মন্দ পাপ হিংসা লোভ অপবিত্রতার জন্মদাতা পাপিষ্ঠ এ খবিশ।

সৃষ্টি মানুষ স্রষ্টার হুকুমে যাদের থেকে জন্ম নেওয়া

মানবজাতির পিতা-মাতা আদম ও হাওয়া।

সৃষ্টি করেছেন অসংখ্য নবী-রাসুল গাউচ ও কুতুব

তাদের মধ্যে সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মোহাম্মদ রাসুল (সঃ)।

সৃষ্টি করেছেন একশত-চার পবিত্র গ্রন্থ

শেষে আল-ফোরকান

সকল কিতাব রহিত করে চলমান পবিত্র আল-কোরআন।

সৃষ্টি করেছেন সত্য-মিথ্যা ভালো ও মন্দ

এরই মাঝে নিহিত আছে বিরহ আনন্দ।

সৃষ্টি করেছেন স্বর্গ-নরক শান্তি-অশান্তি

তারই হুকুম মানবে যারা পাবে প্রশান্তি।

সৃষ্টির সেরা মানবজাতি হয় না যেনো দিকভ্রান্ত

সঠিক পথ দেখানোয় সৃষ্টি নবী রাসুল ঐশী গ্রন্থ।

সৃষ্টিকর্তার একটাই উদ্যেশ্য সমগ্র সৃষ্টির তরে

যতদিন থাকবে তারা যেনো তারই ইবাদত করে।

সৃষ্টি করেছেন যতকিছু সবই আছে বেশ

সমগ্র সৃষ্টি কোটি পাতায় লিখেও যাবে না করা শেষ।

(রচনাকাল : ০৭.০৭.১৯৯৯খ্রিঃ)

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়