প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
দিন যায়, ঈদ পালায়
খায়রুল আলম

প্রতিদিনের মতো সূর্য ওঠে, প্রতিদিনের মতো অস্ত যায়,
যুক্ত হয় ঈদ নামক শব্দ, সারাদিন খুশির আমেজ বয়ে যায়।
শিশুরা মায়ের কোলে, নতুন নতুন জামা পরে,
খেলনা কেনার আনন্দতে পুরো বাড়ি মাতিয়ে রাখে।
কিশোর ছেলে নামজ শেষে, কোলাকুলির পর্ব সারে,
কিশোরীরা সেজেগুজে পুতুল, পুতির-মালা কিনে।
যুবকরা মাতে গল্পে, বন্ধুর সাথে দূরদুরান্তে,
যুবতীরা ইচ্ছেমতো বাহারি খাবার রান্না করে।
বয়োবৃদ্ধ গুরুজনেরা বাড়ির উঠোনে গপ্প করে,
কতো স্মৃতির সোনালি ঈদ যায়,
পড়ন্ত যৌবন আর ভাঙ্গা দাঁতের ফাঁক দিয়ে,
স্মৃতির চাদরে ঈদ ভেসে বেড়ায়।