প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
ঈদ আনন্দ
সাহেদ বিন তাহের

বছর ঘুরে ঈদ আসে
আমার বয়স বাড়ে,
ঠিক বয়সের সাথে পাল্লা দিয়ে ঈদানন্দ কমে যাচ্ছে।
শৈশবের ঈদ মানে ছিলো নতুন জামা-কাপড় পরে
মিষ্টিমুখ করে বাবার সাথে ঈদগাহে যাওয়া।
তারপর সবার থেকে সালামি চেয়ে নেয়া
এ ঘর থেকে সে ঘর ঘুরে নানা মুখরোচক খাবার খাওয়া
কিংবা এদিক-সেদিক ঘুরে বেড়ানো।
শৈশবের সেই ঈদে
সে কি এক আনন্দ ছিলো,
অথচ আজও ঈদ আসছে
কিন্তু বাবা নেই!
হাতে হাত রেখে ঈদগাহে যাওয়ার সে হাত
হারিয়ে ফেলছি বহু আগে।
তার সাথেই হারিয়ে গেছে আমার সকল ঈদ আনন্দ
কারো কাছে এখন আর সালামির আবদার করাও বেমানান।
কারণ বয়সটা যে আগের জায়গায় নেই।
আর ঘুরে বেড়ানো তো আপেক্ষিক বিষয়।