মঙ্গলবার, ০১ জুলাই, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০

প্রেম

আকাশ হোসেন
প্রেম

আমার প্রেম আসবে যখন?

হৃদয়ের বারান্দা খুলবো তখন।

আমার হৃদয়ের বারান্দায়-

প্রেম শুধু আসে আর যায়

কখনো এসে থেকেও যায়,

দমকা হাওয়ায়।

আমার প্রেম আসবে কখন?

আমি পেরেশান হবো তখন।

গোলাপী আলোয়

কোনো এক রাতে আমার

প্রেম আসবে!

তখন আমার হাসোজ্জ্বল চোখ,

আমার হৃদয়ের বারান্দা খুলে দিবে।

আমার হৃদয়ের তুষারপাত

কালবৈশাখীর ঝড় হয়ে যাবে।

আহা! যদি আমার প্রেম

স্বর্গ থেকে আসতো,

তাহলে বোধহয়

পৃথিবীর প্রেম খুঁজতে হতো না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়