প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০
অপেক্ষার গল্প

আমার অনন্ত প্রহরে ধরা দেয়নি সোনার হরিণ
শতবার হৃদয়ে প্রার্থনার চোখে ভাসেনি
আলাউদ্দিনের অবিশ্বাস্য চেরাগ।
স্বপ্নঘোরে হঠাৎ কালবৈশাখী ঝড়ে ভেঙ্গে পড়লো একটি তাজমহল
জ্যান্ত দাফন হলো একটি পবিত্র গল্পের।
তবুও অনন্ত প্রহর গুণে একটি আহত হৃদয়
ঠোঁটে ঠোঁট কেটে দিবানিশি খুঁজে স্মৃতির ডায়রির পাতা
এভাবেই প্রতিদিনের সূর্য অস্তে যায়।
সমস্ত আঁধার কেটে হয়তো একদিন সকাল হবে
নতুন কোন আলো ছড়াবে ছোট্ট এই শহর।
রিকশার হুট উঠিয়ে পাশাপাশি বসবে জোড়া শালিক
এমন দৃশ্যে নিরূপায় নির্বোধ পথচারী।
অনন্ত প্রহরের অবসান ঘটিয়ে হয়তো একদিন কাঁকতালীয়ভাবে
রিকশার চাকায় ওড়না প্যাছানো রমনীকে সতর্ক করতে গিয়ে
রচনা হবে নতুন কোনো গল্পের।