প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০
বঙ্গবন্ধু মানে বাংলাদেশ
সাহেদ বিন তাহের

বঙ্গবন্ধু মানে একটা মানচিত্র
যে মানচিত্রের ফলে পূর্ণতা পেয়েছে স্বাধীন এ দেশ।
পূর্ণতা পেয়েছে আমাদের স্বাধীনতা,
যার ৭ মার্চের ভাষণ যুদ্ধ জয়ের এক নীলনকশা।
যে নকশা না থাকলে,
আজও এ জাতি থাকতো পরাধীনতার শিকলে বন্দি।
অর্জিত হতো না ২৬ মার্চ মহান স্বাধীনতা।