শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০

কল্যাণকর মাস

মোহাম্মদ শামছুল আলম সূর্য

অনলাইন ডেস্ক
কল্যাণকর মাস

রোজা এসেছে বছর ঘুরে

অবারিত সুযোগ নিয়ে

পাপ মোচনে নেক দিয়ে

মুমিনের পুণ্য বাড়ানোর তরে।

মুসলিম উম্মাহ্র এ-দিনগুলি

এবাদত বন্দেগী হয় প্রাণখুলি

কাটবে গুনাহ্ বাড়বে আমল

বিস্তৃত হবে আখেরাতের ঝুলি।

পবিত্র গ্রন্থ আল-কোরআন

নাজিল এ-মাসে

মানব জাতির জীবন বিধানে

দুনিয়া-আখেরাত যেন হাসে।

অজস্র সময়ের উত্তম রজনী

শব-এ-কদরের রাত

ইহ-পরকালীন মুক্তিতে

ইবাদতে তুলবো দু'হাত।

সেহেরি ইফতার তারাবি

অনিন্দ্য সুন্দর মিল

সিয়াম সাধনে কাটবে সবার

দো-জাহানের মুসকিল।

রহমত বরকত মাগফিরাতের

ঘোষণা দিয়েছেন রব

মহান প্রভুর হুকুম-মত

এ-মাস পালনে অর্জিত হবে এসব।

কল্যাণের মাসে ইবলিশ বন্ধি

পূণ্য বাড়াতে রোজার সন্ধি

কাঁদবে শয়তান হাসবে খোদা

বান্দার সাথে রবের সম্পর্ক

হয় না যেন জুদা।

শাস্তিতে থাকা আখিরাতবাসির

অপেক্ষার এ-মাস

যার বরকতে পাবে তারা

স্বস্থির কিছুটা নিঃশ্বাস।

মহান আল্লাহ্ অসংখ্য দয়া

ছড়ান এ-মাসে

যার বদৌলতে ভাগ্যবান জাহান্নামি

মুক্তি পেয়ে প্রাণখুলে হাসে।

নেকের পাল্লায় এক-এ সত্তর তারো বেশি

হবেনা শেষ গণনা

সিয়াম সাধনের মাসে

রবের কৃপার নেইত তুলনা।

রমজান মাসে খোদা তা'আলার

রহমতের নাই শেষ

রোজাদারের প্রতি কল্যাণ বর্ষিত

অসীম ও অশেষ।

এ-মাস জুড়ে সম্পর্ক যাদের

ইবাদতের সাথে

বিচার দিবসে মহান হাকিম

তাদের পুরস্কার দিবেন নিজ হাতে।

পূণ্যভরা এ-মাসটি পেয়ে

আঁকড়ে ধরবে যারা

সৃষ্টিকর্তার প্রতিশ্রুত রাইয়ান নামক

দরজা দিয়ে জান্নাতে যাবে তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়