রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

কষ্ট

কবির হোসেন মিজি
কষ্ট

একটি দুর্বিসহ নির্ঘুম রাতের সমাপ্তি ঘটে

মোড়গের ডাকে

মুয়াজ্জিনের সুমধুর ধ্বনিতে।

ভোরের শিশির ছুঁয়ে যায় চোখের পাতা

সূর্যোদয়ের মতোই ফুটে উঠে দু চোখ

আষাঢ়-শ্রাবণ বয়ে যায় হৃদপিণ্ডে।

বিবেকহীন আদালতে নিষ্পাপ কয়েকদী

হয়ে আমার সমস্ত সত্তা জুড়ে

ডাণ্ডাবেরির শিকল পরা।

তবুও নাম জপি তার

যে দিয়েছে কষ্টের কারাগার

আমি ক্লান্ত বড্ড বেশি ক্লান্ত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়