প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০
ভালোবাসার বালুচর
মোখলেছুর রহমান ভূঁইয়া

ভালোবাসার বালুচরে
রমণীর ধূলোপড়া গহনায়
হিজলদিঘির পারের কৃষ্ণচূড়ায়
পরিযায়ীদের উল্লাস
ঠোঁটকাটা পাখিরা
গগনে গগনে ডানা মেলে
ভেসে বেড়ানোদের অট্টহাসি
ঝড়বায়ুর ধূলিকনায় চোখ ফোটে
বালুচরের ধূলিমাখা মুক্ত হাসিতে
উড়ে গেল নিমিষেই
পলকে ঝলকে
আকাশে সাদা মেঘের ভেলা।