প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০
উন্মোচন
দুলাল সরকার

আমি চেয়েছি নতজানু না হয়ে
নিখিল আকাশে সমর্পণ,
অমল প্রকৃতির ধারাপাত শিখে
চৈতী বকুলের ঠোঁটে ঠোঁট রাখা;
চাই শিং গজানো মানুষের আর নূতন
সংস্করণ না ঘটুক-
মানুষের মুখ ও বুকের গন্ধে বৃক্ষেরা
ঝুঁকে পড়ে দেখুক মানুষ প্রথা
ও গতানুগতিকতার ঊর্ধ্বে উঠে
মনস্ক হয় যুদ্ধহীন নূতন পৃথিবীর জন্য,
সূর্য ওঠা ভোরের মৌন উন্মোচনে
চেয়ে দেখুক নৈমিষারণ্যে ঘুরে বেড়ায়
অবিভক্ত, ভয়শূন্য চিত্রল হরিণী-
ক্রমশ স্বচ্ছ হচ্ছে বর্জ্যহীন নদীর জল
মানুষের মন-