প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০
যার মা নেই

যার মা নেই, তার বসন্ত নেই
যার মা নেই, সে ক্লান্ত
যার মা নেই, সে জানে না
কীভাবে হৃদয় খুলে হাসতে হয়?
যার মা নেই, ‘সে বলতে পারবে না
একবিন্দু চোখের জল না ফেলে
কীভাবে শান্তিতে ঘুমাতে হয়?’
যার মা নেই, সে গভীর রাতে একাকীত্বে ভুগে,
যার মা নেই, সে বিছানায় পিঠ ঠেকে ঘুমাতে পারে না।
যার মা নেই সে পৃথিবার সবথেকে অসহায় সন্তান।
আর, যার মা থেকে'ও নেই
তার হৃদয়টা যেন শক্ত পাথর
সে জানে, কীভাবে মা বিহীন বেঁচে থাকতে হয়!
‘যার মা আছে, তার মায়ের অভাব হয় না
আর যার মা নেই, তা মা কোথা'ও মিলে না।’