রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১০ মার্চ ২০২৪, ০০:০০

একগুচ্ছ মুজিব

আশরাফ চঞ্চল
একগুচ্ছ মুজিব

১.

এমন নেতা পৃথিবীতে একটিও নেই

মুজিব মানে কোনো ব্যক্তি নয়

একটি সার্বভৌম দেশ

বাংলাদেশ!

২.

মুজিব মানে মহাপ্লাবণে নূহের নৌকা

সাড়ে সাত কোটি মানুষের আশ্রয়

মহাসমুদ্রের বুকে

একখণ্ড মিহিন সবুজ।

৩.

মুজিব মানে সাত মার্চের কাব্যিক ভাষণ

বাঙালিজাতির আত্মিক সত্তা

পশ্চিমা শাসকের বুকে

মরণকামড়!

৪.

মুজিব মানে কবি নজরুলের বিদ্রোহী সুর

রবীন্দ্রনাথের আমার সোনার বাংলা

সুকান্তের ঝলসানো রুটি

পল্লীকবির নকশিকাঁথা।

৫.

মুজিব মানে রোল মডেলের বাংলাদেশ

শেখ হাসিনার সুশাসনে ব্যাপক উন্নয়ন

মতিঝিলের মেট্রোরেল

স্বপ্নের পদ্মাসেতু।

৬.

মুজিব মানে ছাপ্পান্নহাজার বর্গমাইল

আশি হাজার গ্রামের বুকে

সবুজের মহাসমারোহে

রক্তাক্ত লাল সূর্য!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়