রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০

দুঃখ

আকাশ হোসেন

অনলাইন ডেস্ক
দুঃখ

এই গলন্ত হৃদয়ে

জমাট বেঁধেছে ‘কিছু না বলা দুঃখ’।

আজ সেটা দুঃখ নয়

যেনো বালুময় মরুভূমি।

সেই দুঃখগুলি...

আজ বৃষ্টির মাঝে বেঁচে থাকা এক গভীর অরণ্য।

আমার প্রথম দুঃখ...

‘রাসেলের মা হারানো বেদনা।’

বন্ধুর মায়ের মৃত্যু-

আজও আমাকে ক্রমাগত দুঃখ দিচ্ছে।

আমার দ্বিতীয় দুঃখ...

কাউকে অল্প সময়ে কাছে পেয়েও

চিরতরে তাকে হারিয়ে ফেলা।

বেদনায়বিধূর হয়ে...

আদৌ, পিদিমের মতো জ্বলজ্বলে জ্বলছে

সেই আজব দুঃখগুলি...

আমার তৃতীয় দুঃখ...

১১ আগস্ট ২০২৩

সেটা নাই বা বলি,

কাউকে হারানোর নির্মম দুঃখ,

আজও আমাকে নিস্তেজ করে দিচ্ছে।

আমার শেষ দুঃখ...

হৃদয়ের তল্লাটে তাঁরার মতো জমে আছে।

সেই দুঃখগুলি হৃদয়ের দরজায়

পিরামিডের মতো সহস্র বছর সাক্ষী হয়ে

এখনো আছে প্রতীক্ষায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়