প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০
বর্ণমালা
দুলাল সরকার
অনলাইন ডেস্ক

বর্ণমালা, আমাকে তুমি দিতে পারো
রাতের আশ্রয়-শীতের কাপড়
গরম গতর, একটা কিছু নিবারণী
শীত যে ভীষণ-দিতে পারো মাঘের শীতে
বাঘের যহন-পথের মানুষ কেমনে বাঁচুম
পথ বিয়ানো বাচ্চা লইয়া? কওতো দেহি
ওর কি ত্রুটি-ও ক্যান এতো কষ্ট পাবে
শীতের কামড়?
বর্ণমালা, তোমার লগে ভাবতো আছে
বড়লোকের-দ্যাহো কইয়া দেয় যদি
লেপ, গরম কাপড়, সাথে খাবার ক্ষুধায়
মোরা কাতর শীতে বর্ণমালা-শহিদ দিবস
দেও না কিছু কাপড়-চোপর, শিশুখাদ্য
তবেই বুঝবো, তুমি আমার, তুমি আমার।