প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০
একুশ আমাদের অহংকার
রেজাউল করিম রোমেল
অনলাইন ডেস্ক

ফেব্রুয়ারি এলেই মনে পড়ে
বায়ান্নর ভাষা আন্দোলনের কথা।
সেদিন এই বাংলা ভাষার জন্য
প্রাণ দিয়েছিল রফিক সালাম বরকত।
তাঁদের প্রাণের বিনিময়ে
আজ আমরা পেয়েছি
বাংলার ভাষার যোগ্য সম্মান।
যেসব নরপিশাচ আমাদের মায়ের ভাষাকে
চিরতরে মুছে দিতে চেয়েছিল,
পারিনি মুছে দিতে।
পারবে না কখনো...
একুশ আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।
একুশ আমাদের অহংকার...