প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০
অন্তরঙ্গ
ক্ষুদীরাম দাস
অনলাইন ডেস্ক

আমার ভিতরের অঙ্গ তোমার জন্যে
এরই নাম অন্তরঙ্গ
আমি পূর্ণ, নই এখন শূন্যে।
তুমি এক ও অদ্বিতীয়
তোমার গৌরবে দিবানিশি
তুমি যে আমার প্রিয়।
অন্তরঙ্গ সম্পর্ক-আন্তঃব্যক্তিক সম্পর্ক
আবেগপূর্ণ সংযুক্তি পরস্পরের
সে-ই বুঝে না- যে মুর্খ।
যেখানে অন্তরঙ্গ সেখানে খাঁটি নিয়ন্ত্রণ
নির্মল প্রেম-ভালোবাসা
আমার জীবনে তোমার আগমন।
অণুক্ষণ ভাবি তোমায় আমি
তোমার সনে অন্তরঙ্গ আমার
তুমি যে আমার অন্তর্যামী।