প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০
বেইলী রোড
আশরাফ চঞ্চল

(আগুনে ঝলসে যাওয়া ৪৬ প্রাণের স্মৃতির উদ্দেশ্যে)
কোথায় যাবো আমি
হারায়া ফেলেছি পথ
সামনে ধু ধু শূন্যতা
মনের আয়নায় ভেসে উঠছে একটি মুখ
কানে বাজছে হাসির ঝংকার
হৃদয় উৎরে দেয়া সহস্র কথামালা!
অথচ বেইলী রোডে আজ কান্নার উৎসব
আগুনে ঝলসে যাওয়া প্রিয় মানুষের লাশ!
কোথায় পালাবো আমি
এই নিষ্ঠুর স্মৃতিরেখা ভুলে
নিজেকে কীভাবে আটকে রাখি পাষাণ সত্তায়
আমার কানের কাছে বেজেই চলছে করুণ বিউগল
অথচ লোবানের ঘ্রাণ ঠেলে নির্লজ্জের মতো বেইলী রোডে ঠিকই সন্ধ্যা নেমেছে
বুকের সবুজে আজ চিতার আগুন জ্বালিয়ে রাক্ষুসে রাবণ!
নিষ্ঠুর এই খেলা খেলছে দয়াময় ঈশ্বর
আমরা কেউ সামগ্রী আর কেউ দর্শক!