রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ০০:০০

নদী পাঠ প্রকৃতি পাঠের উন্মোচন

আবদুর রাজ্জাক

অনলাইন ডেস্ক
নদী পাঠ প্রকৃতি পাঠের উন্মোচন

‘নদী পাঠ’ প্রকৃতি পাঠের বলিষ্ঠ উচ্চারণ। মানুষের জীবনে নদীর বহুমাত্রিক গুরুত্ব আছে তা নদী পাঠ শব্দযুগলে আবদ্ধ হয়েছে। নদীর বহমান ¯্রােতধারা মানুষের জীবনে মনোজাগতিক ও বস্তগত অধ্যায়ের বিকাশ সাধন করেছে। কবি বলেন, ‘একদা নদী ছিল-নারী, নৌকা-উর্বশী। বর্তমানে-আবাসন প্রকল্পের নাম নদী’। নগরায়নের মোহে প্রকৃতিতে মানুষ যে নৈরাজ্য এনেছে ফলস্বরূপ নদী তার যৌবন হারাছে। নদীর এই যে বিপণ্ণ ও বিষাদ তা ব্যক্তিজীবনের সাথে সমগোত্রীয়। নদী পাঠ কাব্যে প্রকৃতি পাঠের আহবান আছে। প্রকৃতির ইতিহাসের বিবর্তন এবং এই পরিবর্তনের সাথে যোজনা দিয়ে চলার সংগ্রাম সাবলীল ও সহজ ভাষায় উচ্চ কাব্যবোধে নির্মিত হয়েছে। পূবেকার আমাদের গ্রামীণ সমাজ, পরিবার, কৃষিজ অর্থনীতি, জাতিগত সম্প্রীতি সমসাময়িক অনুষঙ্গের মাধ্যমে চিত্রায়িত হয়েছে। নাগরিক জীবনের শূন্যতা, ব্যক্তি ও সমষ্টি পর্যায়ের প্রেম, সুখ-দুঃখ ও ক্লেদের খণ্ডচিত্র। স্বদেশ প্রেম, মাতৃভূমি, যুদ্ধ, স্বাধীনতা ও জাতি গঠনের লড়াইয়ে প্রারাম্ভিক ইতিহাস, ঐতিহ্য ও চেতনা কবি ইকবাল পারভেজের ‘নদী পাঠ’ কাব্যে বিধৃত হয়ছে।

‘সেনানিবাস’, ‘জ্বর’, ‘কারে তুমি কবিতা শেখাও’, ‘সবাই যুূদ্ধে যায় না’, ‘খুঁজি যা আছে কিছু’, ‘বিজলি মাইক সার্ভিস’, ‘হাল’, ‘বধির’, ‘সময় লেখা থাকে কবিতায়’, ‘আগস্টেই শুরু’, ‘পাপ’, ‘দোকানী’, ‘যে পথে হেঁটেছি পথ’, ‘শূন্য’, ‘মাজার শরীফ’, ‘পাখিরা ভালোবাসার ড্রোন ছিল’, ‘শেরে বাংলা’, ‘ভালোবাস, মুক্ত টিয়া’, ‘পিপাসায় কাতর কাক’, ‘থেকে যাব কিছু সময়’, ‘বাংলাদেশ’, ‘বৃক্ষের জীবনে বসন্ত আসে’, ‘আমার সমাধি’, ‘সখীগণ দেয় মন নিজ নিজ পাঠে’, ‘সংকুলান’, ‘ভোট’, ‘মামলা’, ‘এক মিনিট নীরবতা’, ‘কাঠঠোকরা’, ‘উইপোকার ডানা’, ‘স্মৃতির উঠোন’, ‘রাস্তা’, ‘মৃত সংসার’, ‘মানুষের জ্যামিতি’, ‘নৌকা ডুবি’, ‘কবিতার নিলাম’, ‘এটলাস’, ‘দরখাস্তের জীবন’, ‘আমরা আমাদের হলাম’, ‘মানুষ একখণ্ড চুম্বক’, ‘রাখাল’।

নদী পাঠ কাব্যে লোকজ অনুষঙ্গ, প্রকৃতি সচেতনতা, মানুষের জীবনের দিনরাত্রি, অভিযোজন, সংঘাত, প্রেম- নৈরাশ্যকে নন্দনের সৌন্দর্যের মাধ্যমে কবি পাঠ উন্মোচন করেছে।

নদী পাঠ কাব্যের স্রষ্টা : কবি ইকবাল পারভেজ।

প্রকাশক : সময় প্রকাশন। দাম : ১২০ টাকা মাত্র।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়