প্রকাশ : ২৮ আগস্ট ২০২১, ০০:০০
অনলাইন ডেস্ক
শৈশবের স্মৃতিগুলো মনে পড়ে যখন,
নীরবতা মুখে নিয়ে
জানলার পাশে বসে
ভাবি বিরলে তখন
আমার শৈশব,
কত না ছিলো রঙ্গের সব!
নিজের ইচ্ছেমতো
ঘুরে বেড়াতাম
এলর্ভারটস্ পাখিদের মতো!
সুদর্শন সন্ধ্যায়
ক্লান্ত পাখিদের ন্যায়
আমার ছোট ছোট রিক্ত পায়
ফিরে আসতাম বাড়ি
এখন আমার তৃক্ত চোখ
খুঁজে আমার শৈশবের সব।