রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

আকাশ

আকাশ হোসেন
আকাশ

তোমাকে দেখার ইচ্ছে ছিলো, ‘হে আকাশ’।

চেয়ে দেখো, ‘আমি কতই সুখে আছি বাতাস পেয়ে’।

তোমাতে জমাট বাঁধানো কালো মেঘের দিকে

আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি।

‘হে আকাশ’ তুমি এখন আর আকাশ নও

তুমি এখন হরহামেশা নিথর দাবানল,

কিংবা, নিষিদ্ধ শহরের মৃত লাশের কফিন।

তোমাকে দেখার ইচ্ছে ছিলো, ‘হে আকাশ’

কিন্তু বাতাসের নিষেধাজ্ঞায় তোমাকে দেখতে পাইনি,

তোমার নামে জমে আছে শত অভিযোগ।

‘হে আকাশ’ তুমি এখন আর আকাশ নও

তুমি এখন পরিত্যক্ত ইটের প্রাসাদ

তোমার নেই রাজত্ব, নেই হীরের মুকুট,

নেই তোমার সোনায় বাঁধানো ময়ূর সিংহাসন।

‘হে আকাশ’, তুমি এখন আর আকাশ নও

তুমি এখন বাতাসের মতোই দেউলিয়া,

জমিনে এসে আধুলি, সিকি কিংবা কয়েন খুঁজে নেও

আমি আর তোমাকে দেখার ইচ্ছে পোষণ করছি না।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়