প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
তোমার সুরের ছায়ায়
আবদুর রাজ্জাক
কোথায় জমা রেখেছো- এমন মায়া
ও গো মায়াবী মুখ
তোমার কণ্ঠে যেদিন মিললো সুধা
স্বর্গের গহিন থেকে এলো মুগ্ধতা
ফুলেরা ছড়ালো সৌরভ-
সমুদ্র পেলো কল্লোল
পাখিরা পেলো কলতান
পল্লবে পল্লবে
যেনো বসিয়েছিলো অনুরোধে আসর
আমাজানের গহিন থেকে এলো
ভ্রমরের গুঞ্জরণ।
পাখিদের সভা হলো
কানে কানে কে যেনো
বলে গেলো
এ কেমন জাদুকরী কণ্ঠী!
মধুমক্ষিকারা তাই দূরভিসন্ধি করে
আজও
কোথাও যেনো তারা
তোমাকে নিয়ে যেতে চায়!