প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
মায়ের আঁচল

যেখানে পাতা আছে
মায়ের আঁচলখানি,
সেখানে ছুঁয়ে আছে
আমার সুখ, জানি।
দুঃখ, কষ্ট সকলই যা
হৃদয়েতে পুষি,
বেলা শেষে সবই যেন
আঁচলেতে মুছি।
মায়ের মুখের হাসিটুকু
স্বপ্ন দিয়ে আঁকা,
সেই হাসিতে ছিল কত
আদরখানি মাখা।
টুকটুকে ঠোঁট দুটো যে
পানের রসে লাল,
মুখভর্তি পানে মার
টোপা টোপা গাল।
কতই স্নেহ, সোহাগ-আদর
মমতাভরা দিনগুলো,
কখনো কি আর আসবে ফিরে
কোন মায়াতে ভুলি।
বরই গাছের নিচে মা
শুয়ে আছে ওই,
যন্ত্রণার কথাগুলো
কার কাছে যে কই।
আজ যে আর আঁচলখানি
নেই সেখানে রাখা,
শুয়ে আছে চুপটি করে
মা যেখানে একা।
কোথায় রাখি কষ্ট মোর
মুছি চোখের জল,
কোথায় গেলে পাব বল
মায়ের স্নেহের আঁচল।
লেখক : কাতার প্রবাসী।
সম্পাদক, কিশোর আনন্দ।