প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০
অভিশপ্ত জীবন

আমার জীবনটা কেনো জানি হারিয়ে যাচ্ছে!
আশপাশের মানুষের অগোচরে কিংবা দুঃখের ¯্রােতে।
বই, প্রেম, রোদ, বৃষ্টি, ঝর্ণা, নদী,পাহাড়, সমুদ্র, হিমালয়,
মেঘলা আকাশ, শীতল বাতাস, খোলা জানালা,
শহরের অলিগলি, ঘোরাঘুরি, আড্ডা,
কনসার্ট, রেস্টুরেন্ট, অ্যালকোহল,
সবকিছুই এখন আমার কাছে নিরেট বিরক্তকর।
আমি এখনো তরুণ কিন্তু বার্ধক্য আমার আত্মার দুয়ারে
হৃৎপিণ্ডের ব্যথায় হুলস্থুল আমার জরাজীর্ণ দেহখান
আমার দুঃখগুলো জমেছে বেলকনির সিঁড়িতে।
খোলা আকাশ আমাকে শক্তি দেয়, ‘বাঁচার জন্য’
জমিন আমাকে মুক্তি দেয়, ‘পৃথিবী ছাড়ার জন্য’।
বাতাস আমাকে বলে, ‘হারিয়ে যাওয়ার জন্য’,
সমুদ্র আমাকে বলে, ‘¯্রােত হয়ে বেঁচে থাকার জন্য’।
এই পৃথিবীতে আমার জীবনটা অভিশপ্ত,
কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছে আমার দেহ, মন।
আমায় থেকে মুখ ফিরিয়ে নিয়েছে পৃথিবীর মানুষ
আমি এখন একান্তই একা হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছি।