রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০

স্বপ্ন রহমানের কবিতা

অনলাইন ডেস্ক
স্বপ্ন রহমানের কবিতা

ওটাই তুমি

হাজার তারার মধ্যখানে

খুঁজে ফিরি...

ওই যে দেখা যায় শুকতারা

ওটাই ভাবি তুমি...।

রাতের আঁধার গভীর হয়

শুকতারার সঙ্গে কথাময়

ভোরের আলোয়

ফুটিয়ে ফুল

তুমি হও নিষ্কুল...।

চলছে জীবন করবো পার

খুঁজে ফিরি বারবার

তারা হয়ে আকাশপানে

আসবো আমি

তোমার কাছে।

বকুলতলা

নির্জন বকুলতলায়

একা বসে সময় কাটায়

নিঃসঙ্গ কাটে প্রহর

মননে আছো সারাক্ষণ।

বকুলের মনমাতানো গন্ধ

ছিল ভীষণ পছন্দ

কতো নিশি কাটিয়ে দুজনে

অধুনা বড় একা-

নিঃস্ব জীবনে।

আবেগী মন চায় সঙ্গ

তুমিহীনা জীবন অন্ধ

আজ বড় একা

মনে পড়ে কি-

সেদিনের কথা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়