প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪, ০০:০০
জলশূন্য
পলাশ দে
অসুস্থতায় এই অন্তর সদ্য জলশূন্য পুকুরের পুটির মতো ছটফট করে
তোমার এক নজর আমায় দেখতে
অসুস্থতায় মনের গভীরে জমে থাকা
কত স্মৃতি কথা বার বার ভেসে আসে!
হয়তো অসুস্থতায় আক্রান্ত বলেই
সবকিছু ভুলে দূরে সরে গেছো
ভেবেছো অসুস্থ মানুষের সাথে দেখা করে লাভ কী
তোমার সাথে দেখা না হওয়া যন্ত্রণা
জলবিহীন নদীর বালুকণাময়
তুমি একটুও বুঝতে চাওয়ার চেষ্টা করনি
তুমি তো ডাক্তার নও চিকিৎসা দিবে
তবে ভেবেছিলাম অসুস্থতার মন
সুস্থতার জন্য পাশে থাকবে সান্ত¡না দিবে