প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
আকাঙ্ক্ষা
আমার হৃদয়টা ভেঙ্গে চৌচির
যা দেখেছি তা আর অদেখা নয়।
আমার সাজানো পরিত্যক্ত বাগানে
এখন আর ফুল ফুটে না-
পাখিরাও আসে না মধু সংগ্রহে।
আমার গড়ানো জলভরা নদীতে
এখন আর ¯্রােতের শব্দ শোনা যায় না
পাড়ের কিনারার ভাঙন হয় না,
কিংবা, পালের তরীও ঠেকে না।
আমার আত্মা নড়ে গেছে, হৃদয় ভেঙে গেছে
আমার প্রাণোচ্ছল উপত্যকার কিনারা,
এখন, হরিণের বিলাপকারী চারণভূমি।
আকাঙ্ক্ষার সেই দিন এখন আর নেই,
যা দেখেছি তা আর অদেখা নয়,
সম্মুখপানে উড়ে যায় পথহারা ঈগল।
যার ঠোঁটে গেঁথে আছে আবৃত সুখ,
সেই ঠোঁটে চুম্বন করাই আমার নেশা।
আমি দেখেনি জীবনের কপট প্রশস্ততা
যা দেখেছি তা আর অদেখা নয়।
তবে আমার পরিত্যক্ত বাগানের ফুলগুলি;
আমার হৃদয়ের টনক নেড়ে দিয়েছে।