প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ০০:০০
প্রাপ্তির ঘর শূন্য
পলাশ দে
জীবন কি শুধুই
বেঁচে থাকার জন্যে
জীবন থেকে শুধুই
সময় বয়ে চলছে
জীবন চলার বাস্তবতায়
প্রাপ্তির ঘর শূন্য।
জীবনের যত স্বপ্ন
অধরায় মিশ্রিত
জীবনের প্রতিক্ষণ
আঘাত-কষ্ট-যন্ত্রণা
জীবন এমন হবে
সত্যিই ভেবে দেখিনি
জীবন এগিয়ে নেয়ার
হাজারো স্বপ্ন মনে ছিলো
জীবনের স্বপ্নগুলো
এখন পালিয়ে বেড়ায়
জীবনে কি কোনো রূপ
চাওয়া-পাওয়া থাকতে নেই?