শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪  |   ২১ °সে
আজকের পত্রিকা জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয়
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জে সংবাদকর্মীর কন্যাকে অপহরণ চেষ্টায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতারের দাবি ফরিদগঞ্জ প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠনের
  •   লক্ষ্মীপুরে মাদকসহ বাবা ও দুই ছেলে আটক
  •   চাঁদপুর সদর মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন মামলার ৮ আসামী আটক
  •   ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালন
  •   যৌথ অভিযানে কচুয়া থানার লুণ্ঠিত পিস্তলের ৮ রাউন্ড গুলি উদ্ধার

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৪, ০০:০০

কবিতা সন্ধ্যায় দীপু আপা

মোখলেছুর রহমান ভূঁইয়া
কবিতা সন্ধ্যায় দীপু আপা

আধার কাটিয়ে সূর্য হাসি হাসবেই। রতনে রতন চিনে। দার্শনিক দেখে জ্ঞান-বিজ্ঞানের আলো। কর্মের বৈচিত্র্যতায় ফুটে উঠে মানুষ মানুষের জন্যে। পাঠক ফোরাম ও সমাজ চিন্তক সংশ্লিষ্টতার স্বরূপ হচ্ছে কলম ও কালি। একটি শিক্ষা সচেতন মানবিক সমাজ বির্নিমাণে পাঠক ফোরাম নিরন্তর ভূমিকায় অবতীর্ণ। এর গ্রোথিত চাঁদপুর হলেও, আজ দেশ-বিদেশে বিস্তৃত। দেশের শিল্প-সাহিত্যে সমাদৃত হয়ে বিদেশভুবনে বাংলাদেশকে তুলে ধরার প্রয়াসে নিবেদিত পাঠক ফোরামের হাতেখড়ি একঝাঁক কলমণ্ডসৈনিক।

পাঠক ফোরামের কলমসৈনিকরা সচেতন মানবিক রাষ্ট্র-সমাজ ব্যবস্থা ইতিহাস-ঐতিহ্য মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক যর্থাই বলেছেন, দ্বিতীয় মুক্তিযোদ্ধেও জয় বাংলার জয় হলো।

১৯৭১-এর মুক্তিযুদ্ধ দেখিনি। দেখেছি ২০২৩ সালে দেশি-বিদেশি চক্রান্ত। বইয়ের পাতা থেকে ইতিহাসের জ্ঞান আহরণ করা আর বাস্তবতার সাক্ষি হয়ে জ্ঞানার্জন করা ব্যাপক পার্থক্য। শিল্প-সাহিত্য-অর্থনৈতিক উন্নয়নে সার্বিক অগ্রগতিতে বাংলাদেশ বর্তমান বিশ্বে বিস্ময়। একটি দেশ নিজের ইতিহাস ঐতিহ্য চর্চা যত বেশি করবে, ততোধিক রাষ্ট্রের অস্তিত্ব মজবুত হবে, টেকসই হবে। ভিন দেশের অনৈতিক আবদার, অনাহুত চর্চা হুমকি নিজ ভূখণ্ডে ঘাপটি মেরে অশুভ প্রেতাত্মাদের স্বদেশপ্রেমিরা তুরি মেরে উড়িয়ে দিবে এবং দিয়েছে। বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ মুক্তিযুদ্ধের ধারকবাহক লালন-পালনকারীরা বীরত্বের ঘটনা পুনরাবৃত্তি করে দেখিয়ে দিয়েছে বিশ্ববাসীকে। এই বীরত্বের ক্যাপ্টেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা। তাঁর একান্ত সহযোদ্ধা ছিলেন ডাঃ দীপু মনি। ডাঃ দীপু মনির অনুগত ছিলেন একঝাঁক কলমণ্ডসৈনিক। দেশে, প্রবাসে যে যেখানে ছিলেন, যেভাবে সম্ভব সামর্থ্য উজাড় করে দিয়েছেন। কলমণ্ডসনিকের উল্লেখােগ্য অংশ পাঠক ফোরামের শব্দ বুননকৌশলী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনী কার্যক্রম চলাকালীন চাঁদপুর সাহিত্য সমাজের ‘কবিতা সন্ধ্যা’য় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি উপস্থিত হয়ে কলমণ্ডসৈনিকদের শব্দের ঝনঝনানী শাণিত করতে উৎসাহিত করেন। অদম্য স্পৃহায় কলমচাষিরা শব্দ সম্ভার দিয়ে ঘরের মাটি-ঘরে ভেঙে কলমের ঘাম ঝরান। বীজতলা সাজিয়ে ফসল নিরাপদে রাজ কোষাগারে তুলে দেন। ফলশ্রুতিতে, বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক সাহেবের ভাষায় দ্বিতীয় স্নায়ুযুদ্ধেও জয়ী হয় বাংলাদেশ আওয়ামী লীগ। জয়ী হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জয়ী হন পাঠক ফোরামের সুহৃদ বিতার্কিক সংসদ সদস্য ডাঃ দীপু মনি। জাতীয় প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রী, শিক্ষামন্ত্রীর দায়িত্ব সফলতায় পালন এবং নতুন বছরে, নতুন উদ্যমে নতুন সাজে ডাঃ দীপু মনি মহোদয় সমাজকল্যাণ মন্ত্রী মনোনীত হওয়ায় পাঠক ফোরাম ও চাঁদপুর সাহিত্য সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। জয় বাংলা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়