প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ০০:০০
কথা ছিল
কথা ছিল সকাল বেলা আসবে কাশবেন
লুকিয়ে থাকা অনেক কথা বলবো তোমার সনে।
শিশির-ভেজা দুর্বা রাস্তায় হাঁটবো হাত ধরে
এলে না তাই হলো না হাটা গেলাম ফিরে ঘরে।
কথা ছিল দুপুর বেলা আসবে পুকুর ঘাট
সেখানেতেই দুজনার হবে যে সাক্ষাৎ।
চুপিসারে দাঁড়িয়ে ছিলাম আসবে আসবে করে
বিকেল বেলায় আসবে ঠিকই এই নিয়েছি ধরে।
কথা ছিল নদীর পাড়ে আসবে বিকেল বেলা
মনের সুখে ঘুরবো দুজন ভাসিয়ে দিয়ে ভেলা।
মনের যত কথা আছে দিবো তোমায় বলে
এলেনা তাই মনের দু:খে আমি গেলাম চলে।
কথা ছিল সন্ধ্যা বেলায় আসবে বকুল তলে
চাঁদনি রাতে গল্প করবো আমরা দু'জন মিলে।
এলেনা তাই হলোনা তাই গল্প করার সাধ
চাঁদের আলো লুকিয়ে গেলো এলো আধার রাত।
কথা দিয়ে রাখলে না কথা ছলনাময়ী তুমি
মনের কথা বুকে চেপে রাখবো কত আমি।
রাখবে কথা আসবে তুমি হয়তো কোন দিন
শুনবে যেদিন এই পৃথিবীর নাই আর আমি অধীন।