রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ০০:০০

গ্লানি

দোলা রানী দেওয়ান
গ্লানি

চলছে সময় নিজ দায়িত্বে,

কেন আমার মর্মব্যথার প্রহর কাটে না?

বর্ণালি দুনিয়ায় সাদা-কালোয় আমি,

বাক্সবন্দি হয়ে জটিলতার নদে ডুবি।

মন মস্তিষ্কের লড়াইয়ে হারি প্রতিনিয়ত,

এই ভুবনে আয়ু যে বড়ই সীমিত।

আক্ষেপ এর তরী চলে হৃদয়খানে,

গত হওয়া যুগগুলোই থাকবে স্মরণে।

কর্মই করে দেয় ভবিষ্যতের রচনা,

আছি যতদিন ততদিনই করতে হবে সংযমী সাধনা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়