মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০

তখনো কি থাকবে দূরেই তুমি?

মিলন সরকার
তখনো কি থাকবে দূরেই তুমি?

মানসী,

আজ যদি এ পৃথিবী আঁধারে ঢেকে যায়

আর যদি এ রাত না ফুরায়

আজ যদি এ পৃথিবী প্রলয়ের তাণ্ডবে ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে যায়

আর যদি কখনও সূর্য না উঠে আকাশের গায়

আর যদি কখনও আকাশের বুকে কোন নীল দেখা না যায়

আর যদি কখনও কোন রাত ছেয়ে না যায় তারায় তারায়

আর যদি কখনও কোন পূর্ণিমার চাঁদ ঝলসে না ওঠে

আর যদি কখনও কোন ফুল না ফোটে

আর যদি কখনও কোন পাখি গান না গায়

আর যদি কখনও ফাগুনের বাতাস তোমার এলো চুল না উড়ায়

আর যদি কখনও আকাশের বুকে কোন মেঘ খেলা না করে

আর যদি কখনও তোমার হাত চুইয়ে বৃষ্টির জল না পড়ে

আর যদি কখনও কোন লিপি না আসে কলমের মুখে

আর যদি কখনও কোন কবিতা ঝরে না পড়ে কাগজের বুকে

আর যদি কখনও তোমার উপমা না দেয় কোন কবি

আর যদি কখনও কোন শিল্পী না আঁকে তোমার ছবি

আর যদি কখনও কোন প্রজাপতি পাখা না ছড়ায়

আর যদি কখনও কোন পরিযায়ী চিল উড়ে না বেড়ায়

আর যদি হায়! পাথরের বুক চিড়ে খোদাই না হয় কোন মমি

তখনো কি এমনি করেই থাকবে দূরে তুমি?

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়