প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
বাড়ি-ঘর আর স্কুলের
যত ছোট কাম,
করি সবাই এক সাথে
নাই বদ নাম।
ছোট-কালো কাউকেই
না করিব হেলা,
পড়ালেখা একসাথে
করি সবাই খেলা।
মাস্ক পরি, হাত ধুই
নিরাপদে থাকি,
ভালো কাজে কভু যেন
নাহি দিই ফাঁকি।
আজ আছে কাজ যত
আজই করে যাই,
আলসেমি করে কাল
বাকিতে না খাই।
আমি যদি না করি কাজ
করবে তা কে?
আমার দেখাদেখি সবাই
নামবে কাজে।
ছোট-বড় সবাইকে সদা
সালাম জানাই,
কে করলো, কে করে নাই
হিংসা তাতে নাই।
মাতা-পিতা-বড়পীর
তার চেয়ে নাই,
সেবা করে পদতলে
ঠাঁই যেনো পাই।
ভাল মানুষের মত যেন
করি ভাল কাজ,
পাছে লোকে যত বলুক
নাই তাতে লাজ।
আজ আমি ছোট আছি
কাল বড় হবো,
ভাল কাজে সবার মাঝে
সদা বেঁচে রবো।
হার-জিত নাই কাজে
নাই কোন ভয়,
ভাল মানুষ হই যদি
নাই পরাজয়।