প্রকাশ : ১৮ মার্চ ২০২৩, ০০:০০
কী যে সুন্দর অবয়ব সৃষ্টি তোমার
দেহের মাঝে দিলে প্রাণ...
হে প্রভু তুমি মেহেরবান।
করেছ সৃষ্টি পৃথিবীখানা, যেন সব কিছুতেই মেলে রেখেছ মাদুর্য।
সাগরের বুকে দিলে ঢেউ...
আকাশের মাঝে দিলে তারা...
সবকিছুই তোমার হুকুমে দেয় সাড়া।
হে প্রভু কেবল তুমিই তো সেরা।
পাখপাখালির মাঝে দিলে প্রাণ...
রাত-দিনভর তারা জপে শুধু তোমারই গুণগান।
পাহাড়ে বুকে দিলে ঝর্ণাধারা...
দিবারাত্রি কলকলিয়ে তোমারই ডাকে দেয় সাড়া।
ধরার বুকে একে দিয়েছ নিজ হাতে ঝর্ণাধারাশালা...
সকল কণ্ঠে ভেসে উঠে তোমার নামে শোকরিয়ার মেলা।
সবকিছুই যে তোমারই ইচ্ছের লীলাখেলা...
তুমিই পারো করতে মোচন দিনদুঃখির মেলা।
আবার তুমি যারে ইচ্ছে নেও তার প্রাণ...
হে প্রভু তুমি যে কত মহীয়ান।
কেবল তুমিই মহান...।