প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০
আজ পাঠক ফোরাম বিভাগের ১০০০তম সংখ্যা প্রকাশিত হলো। এটি নিঃসন্দেহে ঐতিহাসিক ক্ষণ। এ শুভক্ষণে সকল লেখক ও পাঠককে অভিবাদন জানাই।
পাঠক ফোরাম হাজারও তরুণ লেখককে তার হৃদয়ে স্থান দিয়েছে। লেখক হিসেবে পথচলাকে সমৃদ্ধ করেছে। চাঁদপুরের প্রায় সকল লেখকই কোনো না কোনো সময়ে পাঠক ফোরামে লিখতেন।
চাঁদপুরের লেখকরা এখন জাতীয়ভাবে স্বীকৃত ও পরিচিত। তাদের অনেকের লেখা বহু বই রয়েছে। তারাও একসময় পাঠক ফোরামে লিখতেন, এখনও কেউ কেউ লিখছেন। এ সাফল্যে আমরাও অংশীদার।
পাঠক ফোরামের গণ্ডি কেবল চাঁদপুর নয়, সারাদেশ। বিভিন্ন জেলা থেকে তরুণ লেখকরা লেখা পাঠাচ্ছেন। আমরাও প্রকাশ করছি। ইতালি, সৌদি আরব, কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকেও লেখা পাচ্ছি আমরা। বাংলাভাষী লেখকরা লিখছেন। এটিও কম আনন্দের নয়।
পাঠক ফোরাম সবসময় নবীন লেখকদের নিয়ে কাজ করেছে। পরিচর্যা করেছে। স্বীকৃতি দিয়েছে। ভবিষ্যতেও করবে। এ প্রত্যাশা ব্যক্ত করি।
আমি পাঠক ফোরামের বিগতদিনের সকল বিভাগীয় সম্পাদক, লেখক ও পাঠককে স্মরণ করছি। কৃতজ্ঞা জানাচ্ছি।
পাঠক ফোরাম এগিয়ে যাক। লেখকরাও এগিয়ে যাক আপন আলোয়।
মুহাম্মদ ফরিদ হাসান
বিভাগীয় সম্পাদক, পাঠক ফোরাম।