প্রকাশ : ১১ মার্চ ২০২৩, ০০:০০
২৭ সেপ্টেম্বর ২০১৩। আমি সন্ধ্যাবেলায় পড়ার টেবিলে বই পড়ছিলাম। আব্বা এসে বলেছিলো, তোর কাকায় তোকে ফোন করে চেয়েছে। দেখ তো কী বলবে।
আমি ফোন দিতেই কাকা বললো তোর লেখা গল্পটা আজ পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি আনন্দে বাক্রুদ্ধ হয়ে পড়েছিলাম। ঠিক পরের দিন সকালে ভাইয়া ৭.৪০ মিনিটে ফোন করে বলে অভিনন্দন। ভাইয়া বললো, কিরে তুই তোর লেখা প্রকাশিত হয়েছে আমাকে বললি না! তুই খুব ভালো লিখেছিস। লেখালেখি চালিয়ে যাবি কিন্তু। আমি উৎসুক হয়ে বলেছিলাম, ভাইয়া, আপনি কীভাবে জানলেন আমি তো বলিনি লেখা প্রকাশিত হয়েছে। ভাইয়া বললো, ইন্টারনেট থেকে পড়েই জেনেছি। ভাইয়া খুব খুশি হয়ে বলেছিলো, তোর প্রথম লেখাটা প্রকাশিত হলো। ভাইয়ার থেকে প্রশংসা শুনে আমার অনুভূতিতে অন্যমাত্রার সুখ এসেছিল।
প্রথম প্রকাশিত লেখার আনন্দ অনুভূতিতে অন্যমাত্রার সুখ এনেছিলো। দৈনিক চাঁদপুর কণ্ঠের পাঠক ফোরাম আমাকে সেই আনন্দে বার বার ফিরে নিয়ে যায়। এখনো আমি সেই দিনের আনন্দ অনুভূতির শিহরণে স্মৃতিতে ফিরে পুলকিত হই।