প্রকাশ : ০৪ মার্চ ২০২৩, ০০:০০
অনলাইন ডেস্ক
রাত পোহালে খবর আসে
দাম বেড়েছে আরও,
দাও থামিয়ে দামের ঘোড়া
যদি কেউ পারো।
হয়তো তুমি সুখে আছো
জাতীয় ধন লুটে,
জনমনে জ্বলছে আগুন
বলছে না মুখ ফুটে।
একবার-দুবার-তিনবার নহে
বাড়ছে বারেবারে,
লবণ আনতে পান্তা ফুরায়
গরিবের সংসারে।
অর্ধেক বাজার করার পরে
পকেটটা হয় ফাঁকা,
দিনে দিনে যাচ্ছে থেমে
জীবনগাড়ির চাকা।