সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

একুশের শ্রদ্ধা
অনলাইন ডেস্ক

একুশ এলে সবাই বলে

শ্রদ্ধা করো, করতে হবে।

এ একুশ যে

আমার মা-মাটির কথা বলে।

একুশের শ্রদ্ধা অনেক দামি জিনিস!

বলে কত গুণীজন আর নেতা

অথচ তাদের সভা, সমাবেশ

কিংবা স্লোগানে সবার আগে থাকে ভিনদেশি ভাষা!

একদিনের শ্রদ্ধা নিবেদনে তারা হয়ে যায় দেশপ্রেমিক।

অথচ সারা বছর খবর থাকে না

শহিদ মিনারটাও যেনো চিনে না

সেটি হয়ে থাকে ময়লার ভাগাড়।

শুধু একুশে ফেব্রুয়ারি আসলে

জুতা পায়ে সেলফি তুলে দেখাতে চায় এসেছি আবার!

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়