প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

একুশ শুধু সংখ্যা নয়, একুশ একটি বর্ণ,
একুশ মানে স্বর ব্যাঞ্জন,
বাংলা ভাষার সর্গ।
একুশ মানে ভাষা আন্দোলন,
রাষ্ট্রভাষা বাংলা চাই,
একুশ মানে ভাষা শহীদের রক্তে বাংলা ভাষার মুক্তি পাই।
একুশ মানে পাহাতলীর মরণডালে রক্তাক্ত কৃষ্ণচূড়া ফুল,
একুশ মানে ছেলেহারা মায়ের দুঃখের নাইকো কুল।
একুশ মানে দামাল ছেলেরা ছিনিয়ে এনেছে জয়,
একুশ মানে প্রভাতফেরিতে রক্তিম সূর্যোদয়।
একুশ মানে প্রভাতফেরিতে ভাই হারানোর গান,
একুশ মানে বাংলা বর্ণে জুড়িয়ে যায় যে প্রাণ।
একুশ মানে শহিদ মিনারে শ্রদ্ধায় নতশির,
একুশ মানে রফিক, সফিক, জব্বার, বরাকাত বাংলা ভাষার বীর।
ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদনে আমায় নিওগো সঙ্গে,
আমি আবার ফিরে আসতে চাই স্বর ব্যাঞ্জনের বঙ্গে।