সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০

মন ভালো নেই
অনলাইন ডেস্ক

প্রিয়া তোমার বাড়িতে আজ

বাজছে সানাইয়ের সুর

আমায় ছাড়িয়া প্রিয়া তুমি

যাবে ঢের দূর বহুদূর।

আসবে বর গাড়িতে চড়িয়া

মাথায় যে মুকুট দিয়া

বিয়ে শেষে চিরদিনের জন্যে

যাবে যেনো সঙ্গে নিয়া।

ফটোগ্রাফার তুলছে নানা

তোমার সেরা ছবি

এখন আমি তোমায় দেখে

চোখের জলে ডুবি।

ভাই-বোন সবাই মিলে আছে

অনেক বেশি খুশিতে

আমি তো এখন পড়ে আছি

দু চোখের নদীতে।

সেই দিনে থাকবো কোথায়

তাই ভাবি আমি,

ভাবছি তোমায় দিবো আমি

একখানা উপহার দামি।

ভালো থেকো, সুখেই থেকো

শ্বশুর বাড়ি গিয়ে,

চিরদিন সুখেই থেকো তুমি

আমায় ভুলে গিয়ে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়