প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
ঝুলন্ত দেহ
কুপার ফ্যামিলি টেক্সাসে তাদের সদ্য কেনা নতুন বাড়িতে উঠেছে। সব কিছু গোছানো শেষ হলে নতুন বাড়িতে ওঠাকে ফ্রেমে আবদ্ধ করে রাখতে পরিবারের সবাই এক হয়ে ছবি তুললেন।
কিন্তু ছবি ডেভেলপ হয়ে আসার পরে দেখা যায়, তাদের ডান দিকে একটা মানুষের ঝুলন্ত দেহ বা লাশ। অথচ ছবি তোলার সময় তো সেখানে তেমন কিছু ছিল না, তাহলে এই ঝুলন্ত দেহ এলো কোথা থেকে? ক্যামেরার ভুল নাকি কোনো প্রেতাত্মা!
বাড়তি হাত
গ্রীষ্মের ছুটি চলছে, স্কুল বন্ধ, খেলার মাঝেই চার বন্ধুর একসঙ্গে তোলা ছবি। কিন্তু বিস্ময়ের ব্যাপার হচ্ছে, ছবির ডান দিকে যে ছেলেটি রয়েছে তার মাথার কাছে আঙুল উঁচু করে যে হাতটি রয়েছে সেটি এই চার বন্ধুর মধ্যে কারও হাত নয়।
খেয়াল করে দেখুন, ছবিতে মোট হাতের সংখ্যা নয়টি, তাহলে এই বাড়তি হাত কার? আর ছবিটি তুলেছিল এই চার বন্ধুর কোনো একজনের পিতা, তাই বলাই যায়, এটা বাচ্চাকালের কোনো দুষ্টুমি নয়। বরং বাড়তি একটি হাত!
মহাকাশচারী
বসন্তের এক বিকেলে জিম টেম্পলটন খোলা আকাশের নিচে বাচ্চাদের খেলার মাঠে তার ছোট মেয়ের একটা ছবি তোলেন। ছবিটি ডেভেলপারের কাছ থেকে আসার পরে দেখা যায়, তার মেয়ের মাথার ঠিক পেছনেই মহাকাশচারীদের পোশাক পরিহিত কেউ!
কিন্তু ছবি তোলার সময় সেখানে এমন কেউ ছিল না। এমনকি কড়ফধশ এই ছবির নেগেটিভ নিয়ে পরীক্ষা করে বলে যে ছবি ১০০ ভাগ ঠিক আছে, কোনো এডিট হয়নি। তাহলে কে এই মহাকাশচারী! যে কি-না মুহূর্তের মধ্যে এসে আবার মুহূর্তের মধ্যে হাওয়ায় মিলিয়ে গেল!
ফ্যালকন লেকের ঘটনা
১৯৬৭ সালের ২০ মে স্ট্যাফান ছুটির দিন কাটাতে যান হোয়াইটসেল প্রোভিনসিয়াল পার্কে। এখানে থাকাকালীন সময়ে একদিন তিনি দেখতে পান আকাশ থেকে সিগারেটের আকৃতির দুটি যান নেমে আসছে। আর তা অবতরণ করল তার চোখের সামনেই। এরপর তিনি ইংরেজি ভাষায় ওই যানের উদ্দেশে চিৎকার করে কথা বলার চেষ্টা করেন।
কিন্তু কোনো সাড়া পাননি। এরপর তার চারপাশ ঘিরে ফেলে রঙিন এক কুয়াশাথ যার ঝাঁঝাল ভাব তার কাপড় পুড়িয়ে ফেলে এবং তার হাত পুড়ে যায়। এরপর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তী সময় নিজেকে নগ্ন অবস্থায় আবিষ্কার করলেন স্ট্যাফান। তার দেহে বিভিন্ন আকৃতির কালো কালো দাগ দেখতে পান। তাহলে কি তিনি এলিয়েন দ্বারা পরীক্ষিত হয়েছেন নাকি অন্য কিছু? এর কোনো সঠিক উত্তর আজও কারও জানা নেই।