প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০০:০০
কোকিলের ডাক ঝিরিঝিরির ঝাঁক,
দিয়েছে কি তবে বসন্তের ডাক?
হুমম থকথকথক শীতের শেষ বসন্ত এসে ফাগুনের হওয়ায় ভেসে,
এসেছে দেখো ঝরে পড়া ডালে নতুন পাতার কড়ি,
নতুনত্বে সেজেছে আজ বসন্ত ঋতু রাজ্যের পরী।
আমের ডালে এসেছে মুকুল,
বসন্ত প্রেমিরা আজ বসন্তকে নানান রুপে সাজাতে ব্যাকুল!
বহুরুপে সেজেছে ফুলের ঝুড়ি,
সেথা থেকে মধু নিতে মরিয়া, মৌমাছি নামক বুড়ী।
বসন্তের রাতে তাঁরা ঝিকিমিকি জ্বলে,
চাঁদটাও মুচকি হাসে মুখে তরঙ্গ একে,
চাঁদটাও লজ্জায় লজ্জাবতী বসন্তের অপরূপ সাজ দেখে।